সাংষ্কৃতিক অঙ্গনের দিক থেকে এই উপজেলা অনেক এগিয়ে। এই্ উপজেলায় জন্মগ্রহণ করেছেন বাউল সাধক, লোকগীতিকার উকিল মুন্সী। তাঁর লেখা গান মুখে মুখে রটে বেড়াচ্ছে দেশ জুড়ে। সাংষ্কৃতিক বিভিন্ন অঙ্গনের মধ্যে ঘাটুগান, সারিগান, জারিগান, উরিগান, যাত্রা ইত্যাদি এখানে প্রচলিত। কথিত আছে মৈয়মনসিংহ গীতিকার মহুয়া গীতিনাট্যের নায়ক নদের চাঁদের বাড়ী খালিয়াজুরী ছিল। নদের চাঁদের বাড়ী- ভিটাটি ঠাকুর বাড়ীরভিটা নামে খ্যাত। খালিয়াজুরী উপজেলায় এক সময় ঘাটু গান প্রচলিত ছিল। ঘাটু গানের দর্শক থাকলেও ঘাটুগানের দল করার এখন লোক নেই। খালিয়াজুরী অঞ্চলের অন্যতম লোক উৎসব বড়ান্তর গ্রামে ধনুনদীতে অষ্টমী স্নানকে কেন্দ্র করে। সেখানে লোকমেলা বসে। এ মেলাকে স্থানীয় মানুষ তাদের একটি বাৎসরিক উৎসব হিসেবে মনে করে। শুষ্ক মৌসুমে খালিয়াজুরীর খলাপাড়া গ্রামে তারিখ নির্ধারণ করে কুস্তি প্রতিযোগিতা হয়। স্থানীয় ভাবে কুস্তিকে খেইড় বলে। সে খেইড় দেখতে ও খেইড় লড়তে দূরদুরান্ত থেকে দর্শক ও খেইড়ের মালেরা (যারা কুস্তিলড়ে) আসে।খালিয়াজুরীর গ্রামের মানুষ এখনো মুখে মুখে ছড়া আবৃত্তি করে। যেমন-
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস