নদী, হাওড়, খাল, বিল, খামার ইত্যাদিঃ
নদীঃ নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা হাওড় বেষ্টিত উপজেলা। এর বুক চিড়ে বয়ে চর্তুদিক হতে খালিয়াজুরীকে জড়িয়ে আছে ধনু ও সুরমা নদী। ধনু নদী দিয়ে প্রতিদিন শতশত কার্গো, ট্রলার যোগাযোগে পাথর, কয়লা, বালু সারা দেশে রপ্তানি হয়ে থাকে এবং এই নদী নিয়ে প্রতিদিন লঞ্চ বিভিন্ন জায়গায় চলাচল করে।
খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী ও কৃষ্ণপুর এবং গাজীপুর ইউনিয়নের বিভিন্ন স্থান ঘিরে রেখেছে সুরমা নদী। এই নদী দিয়ে সিলেট জেলার সঙ্গে নৌপথে যোগাযোগ সম্পন্ন হচ্ছে।
হাওড়ঃ খালিয়াজুরী উপজেলা সবদিক দিকে থেকে হাওড় বেষ্টিত। এর চারপাশে হাওড়। মাঝখানে দ্বীপের ছোট্ট একটি উপজেলা খালিয়াজুরী।
খালঃ এই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে আছে ১৫ টি খাল। এই গুলো প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে।
বিল/জলমহালঃ এই উপজেলায় ৫১টি বিল আছে। এর মধ্যে বিশ একরের উর্ধ্বে ৩০টি বিল, বিশ একরের নীচে ২১টি বিল আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস