লোক সাহিত্য ও সংস্কৃতির এক তীর্থ ভূমি খালিয়াজুরীরহাওরাঞ্চল। বিখ্যাত বাউল সাধক উকিল মুন্সীর জন্ম এ উপজেলার বোয়ালী গ্রামে। তাঁর লেখা'আষাঢ় মাসে ভাসা পানি পূবালী বাতাসে'- ভাটিয়ালী গানটি হুমাযুন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে সংযোজিত হয়েছে। খালিয়াজুরির বিভিন্ন গ্রামে বাউল, ভাটিয়ালী, জারি, সারি, যাত্রা, ঢপযাত্রা, ধামাইল ও টলের গানের আয়োজন করা হয়।
বর্ষায় অনুষ্ঠিত হয় লাঠি খেলা ও নৌকা বাইচ। ধর্মীয় আখড়া-মন্দির ও পূজা-পাবর্বনকে ঘিরে বছরের বিভিন্ন সময় পরিবেশিত হয় কীর্ত্তণ ও পুঁথি পাঠের আসর। এছাড়াও বছরের বিভিন্ন সময় খালিয়াজুরিতেকুস্তি খেলা, ষাড়ের লড়াই প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস