বিশ্বায়নের এ যুগে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তি আজ অবারিত সুযোগ করে দিয়েছে। সেদিন আজ সমাগত যখন জনগণ হাত বাড়িয়েই জানতে পারবে তার প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় সমাধানের পথ, মিঠাবে তার কাংখিত চাহিদা, সরকারী-বেসরকারী সুযোগগুলোতেখুজে নেবে সক্ষমতা অর্জনের গতিপথ। জনগণের এ চাহিদা পূরণে সেবার সুযোগগুলোসহ খালিয়াজুরী উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি বর্তমানে বহুল ব্যবহৃত ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় ওয়েব পোর্টালে সন্নিবেশিত করার জাতীয় উদ্যোগে নদী-হাওর বেষ্ঠিত উপজেলা খালিয়াজুরীও সামিল হয়েছে। এতে বিশ্বের যে কোনো স্থানে বসেই যে কেহ খালিয়াজুরীকে দেখতে-জানতে পারবে নিজের মত করে। জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনায় ও হবে সফল অংশীদার। এর ফলে সরকার ঘোষিত- ২০২১ সালে ডিজিটাল তথা প্রযুক্তির বাংলাদেশ অর্জনের লক্ষ্যমাত্রা অন্যতম ধাপে উন্নীত হবে।
এ উদ্যোগের সমৃদ্ধ ধারাবাহিকতা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ উপজেলা প্রশাসন.
মোঃ শওকত আলী
উপজেলা নির্বাহী অফিসার
খালিয়াজুরী, নেত্রকোণা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS